২৩ মে ২০২৩, ০৮:১৩

ঢাবির হলে ছাত্রকে পেটালেন বহিরাগত, প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের এক ছাত্রকে বহিরাগত মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

মারধরকারী বহিরাগতকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী নয়ন, সাধারণ সম্পাদক শেখ ইনানের অনুসারী জাহিদুল ইসলাম ম্যাক্স, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী মাজহারুল ইসলাম নেতৃত্ব দেন বলে জানা গেছে।

মাজহারুল ইসলাম জানান, তাঁর বন্ধু ফলিত গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বায়েজিদ পুকুর পাড়ে বসেছিলেন। এ সময় বাইরের একজন এসে মারধর করে তাকে। বাইরের লোকজন হলে এসে ছাত্রদের মারধর করবে, এটা ঠিক নয়। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কিছু পদে নিয়োগ দিয়েছে হল প্রশাসন। তবে ছাত্রলীগের পছন্দের প্রার্থী নিয়োগ দেননি প্রাধ্যক্ষ। এ ঘটনায় তাকে চাপে রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

মাজহারুল ইসলাম আকাশ বলেন, অভিযোগ সত্য নয়। হলের শিক্ষার্থীকে বহিরাগত মেরে যাবে, চার ঘণ্টায়ও প্রভোস্ট আসবে না, তা হয় না। 

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, বহিরাগত ইস্যুতে হলের ছাত্ররা আন্দোলন করেছেন বলে শুনেছেন। নিয়োগের বিষয়টি জানা নেই তার। এটি ছাত্রলীগের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। 

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাবেদ হোসেন বলেন, তিনি হলে যাচ্ছেন। যোগ্য প্রার্থী নিয়োগ দিয়েছেন। চাকরিতে যোগদান করেছেন তারা।