১৭ মে ২০২৩, ২২:২৮

চবির মূল ফটক অবরোধ ছাত্রলীগের

  © টিডিসি ফটো

খাবারের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়সহ বেশকিছু দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ বুধবার (১৭ মে) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়, খাবারের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের আন্দোলনের কারণে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আতঙ্কিত হতে দেখা যায়।

আন্দোলনকারী মুমিন নামে এক শিক্ষার্থী বলেন, খাবারের দাম বৃদ্ধি, অতিরিক্ত গাড়িভাড়া আদায়, হলে খাবারের পানি সংকটসহ বিভিন্ন দাবিতে আমাদের এ আন্দোলন। ভর্তি পরীক্ষার সময় এরকম নৈরাজ্য নতুন নয়। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।  

পরে রাত ১০টায় প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলনকারীরা তাদের অবস্থান ত্যাগ করে। এর আগে বিকেলে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করায় ১০ জন সিএনজি চালককে ধরে আনেন শিক্ষার্থীরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা জরিমানা করেন।