১৭ মে ২০২৩, ১৪:০৩

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল   © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ মে) সকাল ১০টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আনন্দ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হোন তারা।

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধনমন্ত্রীর ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আমরা আনন্দ মিছিল করেছি। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ও দেশের সার্বিক উন্নয়ন করবেন।

এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক ও মেজবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম সরকার ডন ও বিভিন্ন হল অনুষদের প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা।

৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তার দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।