এমবিএ উইকেন্ড প্রোগ্রামে ভর্তি নেবে কুবির ব্যবসায় শিক্ষা অনুষদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ২০২৩ শিক্ষাবর্ষে এমবিএ উইকেন্ড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত।।
ভর্তির যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।। একাডেমিক পরীক্ষায় মোট ছয় পয়েন্ট থাকতে হবে এবং কোন পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
প্রোগ্রামের বিশেষ বৈশিষ্ট্য:
১। যে কেউ ত্রৈমাসিকের বিশ থেকে আটচল্লিশ মাসের মধ্যে প্রোগ্রামটি সম্পূর্ণ করতে পারেন।
২। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে।
৩। কান্দিরপার, পদুয়ার বাজার ও ক্যান্টনমেন্ট, কুমিল্লা থেকে ক্যাম্পাস পর্যন্ত এবং ক্যাম্পাস থেকে কান্দিরপার, পদুয়ার বাজার ও কুমিল্লা সেনানিবাস পর্যন্ত পরিবহন সুবিধা।
৪। আধুনিক মাল্টিমিডিয়া সুবিধা সহ সজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত (AC) শ্রেণী কক্ষ।
৫। সমস্ত প্রয়োজনীয় বই সহ সুসজ্জিত সেমিনার লাইব্রেরি।
৬। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী এবং কর্মকর্তাদের জন্য ৪০% টিউশন ফি মওকুফ।
৭। শিক্ষক ও কর্মকর্তাদের স্ত্রী, ভাইবোন এবং সন্তানদের জন্য ৪০% টিউশন ফি মওকুফ।
৮। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ (উইকএন্ড) প্রোগ্রামের বর্তমান শিক্ষার্থীদের স্ত্রী/ভাইবোনের জন্য ৪০% টিউশন ফি মওকুফ।
মোট ক্রেডিট ঘন্টা: ৫৪, প্রোগ্রামের সময়কাল: ২০ মাস, মোট খরচ: ৮৭,৮০০ থেকে ১,৩১,০০০/-
আবেদন যেভাবে: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড অথবা জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা বা কান্দিরপাড় শাখা থেকে সংগ্রহ করে পূরণপূর্বক ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। এছাড়া সমস্ত প্রশংসাপত্র, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট, প্রাসঙ্গিক চাকরির শংসাপত্র (যদি চাকরি করেন), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জনতা ব্যাঙ্কের যেকোনো শাখা থেকে জারি করা একটি ব্যাঙ্ক ড্রাফ্ট বা নগদ টাকা। ১০০০ টাকা 'FBMS-COU' জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা কান্দিরপাড় শাখা, কুমিল্লা বা ডিন, বিজনেস স্টাডিজ অনুষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৩