ঢাবি ভর্তি পরীক্ষা চলাকালে চবিতে খসে পড়লো সিলিং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি ভর্তি পরীক্ষা চলাকালে চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি হলে খসে পড়েছে সিলিং। তবে এ ঘটনায় কেউ আহত হননি। আজ শুক্রবার (১২ মে) বেলা ১২টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৫৩৯ নম্বর কক্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পরীক্ষার হলে দায়িত্বরত ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত হাসান বলেন, সোয়া ১২টার দিকে একজন শিক্ষকের খুব কাছেই এ ঘটনা ঘটে। তবে ছাত্র-ছাত্রী এবং দায়িত্বরত শিক্ষকদের কেউ আহত হননি। পরীক্ষা স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।
এদিন বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের অন্য ৭টি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ‘বিজ্ঞান ইউনিট’-এ ১ হাজার ৮৫১ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৯ জন।