‘মোখা’য় পেছাবে না ঢাবির ভর্তি পরীক্ষা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ মে ২০২৩, ১২:১৯ PM , আপডেট: ১২ মে ২০২৩, ১২:৫২ PM
ঘূর্ণিঝড় মোখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অধ্যাপক সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতিতে চলবে। ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রোববার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।
এর আগে এদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ বছর বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। ফলে পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৬৯ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীরা তাদের বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হতে পারে এসএসসি পরীক্ষা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, প্রক্টর অফিস, সরকারের গোয়েন্দা সংস্থা, সকলের সম্মিলিত প্রয়াসে যেভাবে ব্যবস্থা নিয়েছে তাতে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই।
তিনি বলেন, বিগত কয়েক বছরে প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। তাছাড়া যারা এ প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে আজকে আমরা এ অবস্থাতে আসতে সক্ষম হয়েছি। কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না।
এর আগে দুই দফায় পর্যায়ক্রমে গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদ এবং ৬ মে কলা, বিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
এদিকে, ঘূর্ণিঝড় মোখার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এমন পরিস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়া হয়েছে।