১২ মে ২০২৩, ১২:০৯

ববি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা, অপেক্ষার প্রহর গুনছেন অভিভাবকেরা 

অপেক্ষার প্রহর গুনছেন অভিভাবকেরা   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা শুরু হয়েছ। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। বাইরে অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা নিয়ে চিন্তিত, কেন্দ্রের বাইরে অপেক্ষাকৃত অভিভাবকদেরও উদ্বেগ, উৎকণ্ঠার শেষ নেই।

শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে ১২.৩০ মিনিটে। পরীক্ষা শুরুর পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। 

কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অমল কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সন্তানকে নিয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসছি। এটা ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। চিন্তায় আছি পরীক্ষা কেমন হয়। সকলের কাছে দোয়া চাই।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়
 
বিভাগীয় শহরে ঢাবি ভর্তি পরীক্ষা  দিতে পারার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বরিশাল বসে দিতে পারতেছে, এতে অনেক ভালোই হয়েছে। 

জান্নাতুল মাওয়া নামের এক অভিভাবক জানান, আমরা পটুয়াখালী থেকে এসেছি। আমার মেয়ে পরীক্ষা দিতেছে। পরিবেশ তো শান্তশিষ্টই আছে। কিন্তু এখন ভেতরে কেমন পরীক্ষা দিতেছে সেটা তো জানি না। আমার তো টেনশন হচ্ছে, দোয়া করি পরীক্ষা যেন ভালোই হয়।

আরেক অভিভাবক বলেন, আমার মেয়ে  মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলেও চান্স পায়নি। এখন খুবই দুশ্চিন্তায় আছি পরীক্ষা কেমন কী হচ্ছে আল্লাহই জানেন। খুব দুশ্চিন্তায় আছি।