ঢাবির ভর্তি পরীক্ষা: বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ মে) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।
এ বছর বিজ্ঞান অনুষদের ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। প্রতি আসনের বিপরীতে লড়াই হচ্ছে ৬৯ জন শিক্ষার্থীর। পরীক্ষার্থীরা বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সবমিলিয়ে ৫ হাজার ৯৬৫ আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৫১টি। এতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৭৭৫টি এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১ এবং ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে, চারুকলা ছাড়া অন্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনি ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১২০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।
বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন...