১১ মে ২০২৩, ০৮:৪৩

জবির মাইক্রোবায়োলজিতে প্রফেশনাল এমএসসি করার সুযোগ

জবি  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএসসিতে ভর্তি আবেদন চলছে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (https://www.jnu.ac.bd/dept/portal/web/microbiology) থেকে আবেদনপত্র সংগ্রহ করে মাইক্রোবায়োলজি বিভাগের অফিসে জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজি/বায়োকেমিস্ট্রি/বট/ফার্মেসি বিষয়ে ন্যূনতম ২.৫ সিজিপিএ নিয়ে চার বছরের স্নাতক পাস হতে হবে। এমবিবিএস বিডিএস/স্বাস্থ্য বা মেডিকেল টেকনোলজি বা যেকোনো প্রাসঙ্গিক ডিসিপ্লিন বা মাইক্রোবায়োলজির প্রাথমিক জ্ঞান (কমপক্ষে ৪ ক্রেডিট/১০০ নম্বর) সহ স্নাতক পর্যায়ে প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় নথি: সমস্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবির দুই কপি।

আবেদন ফি: ১,০০০/- টাকা

আবেদনের শেষ সময়: ৮ জুন ২০২৩

ভর্তি পরীক্ষা: ৯ জুন ২০২৩

ক্লাস শুরু: ৮ জুলাই ২০২৩