ঈদ পুনর্মিলনী নিয়ে ঢাবিয়ান বগুড়ার আলোচনা সভা
ঈদ পুনর্মিলনীর পূর্বপ্রস্তুতি ও কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার (৩ মে) ম্যাক্স মোটেলে সংগঠনের আহবায়ক প্রফেসর সামস-উল-আলম জয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর সদ্যপ্রয়াত ৩৬তম বিসিএস কর্মকর্তা সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক আব্দুল বাকীর মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া করা হয়।
আরও পড়ুন: ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি জানুয়ারিতে, বয়সে ছাড় পাবেন প্রার্থীরা।
মোস্তফা কামাল সরকারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষক ও সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং উদ্যোক্তা ও বিভিন্ন স্তরের ঢাবিয়ানরা।
এসময় বক্তারা কীভাবে ঢাবিয়ান বগুড়াকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন।সভায় সদস্যদের চাঁদা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও অন্যদের যুক্ত করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।