১৯ এপ্রিল ২০২৩, ১৫:১০

জাবির দুই ছাত্রী হলে নতুন প্রাধ্যক্ষ

অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার এবং অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রীতিলতা হল এবং নওয়াব ফয়জুন্নেসা হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রীতিলতা হলে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার এবং ফয়জুন্নেসা হলে  অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নিশ্চিত করে বলেন, এসব পদে দায়িত্বশীলদের মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ‘এখনও অফিস আদেশ পাইনি। তবে দায়িত্ব গ্রহণের পর হলের নিরাপত্তা, ডাইনিংসহ সার্বিক সমস্যা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও হলের সার্বিক বিষয়গুলো অটোমেশনের আওতায় নিয়ে আসার একটা পরিকল্পনা রয়েছে।  সকলের সহযোগিতা পেলে বাস্তবায়ন সম্ভব বলে আশা রাখছি।’

নতুন দায়িত্বপ্রাপ্ত নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি হলের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে সবচেয়ে বেশি জোর দিবো। এছাড়াও শিক্ষার্থীদের কাছে তাদের সার্বিক সমস্যার কথা শুনে সেগুলোকে সমাধানের জন্য হলের সকলকে নিয়ে কাজ করব। এজন্য সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।’