জাবির আইবিএতে উইকেন্ড প্রোগ্রামে এমবিএ করার সুযোগ
২০২৩ শিক্ষাবর্ষের সামার সেশনের উইকেন্ড প্রোগ্রামে এমবিএ-তে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।
প্রোগ্রামের বৈশিষ্ট্য:
১। ক্লাস হবে শুধুমাত্র শুক্র ও শনিবার
২। ত্রৈমাসিক পদ্ধতিতে প্রোগ্রামের দৈর্ঘ্য দুই থেকে ছয় বছর
৩। ৬০ (ষাট) ক্রেডিট ঘন্টা
৪। ঢাকা থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস থেকে ঢাকা পর্যন্ত পরিবহন সুবিধা।
যোগ্যতা: ৪.০০ স্কেলে (বা ২য় শ্রেণী/বিভাগ) কমপক্ষে ২.৫০ সিজিপিএসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি বা সমতুল্য (৩ বছরের স্নাতক ডিগ্রি + ১ বছর/২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি) ডিগ্রিধারী হতে হবে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ৫.০০ স্কেলে (বা ২য় বিভাগ) কমপক্ষে ৩.০০ জিপিএ থাকতে হবে।
আবেদন এবং প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩, রবিবার (রাত ১১টা ৫৯ পর্যন্ত)
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।
লিখিত পরীক্ষা: ৫ মে, ২০২৩ (শুক্রবার); বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত
সাক্ষাৎকার: ১২ এবং ১৩ মে, 2023 (শুক্রবার এবং শনিবার)
ক্লাস শুরু : জুন এর ৩য় সপ্তাহ