১৫ এপ্রিল ২০২৩, ১১:৫৮

চবির কোন ইউনিটে কতটি আবেদন পড়ল জেনে নিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের নির্ধারিত সময়ে প্রায় ২ লাখ ১৪ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে রোববার (১৫ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

শনিবার (১৫ এপ্রিল) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত মোট আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন। তবে ফি জমায় দিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৩৫৪ জন। আরও একদিন সময় থাকায় এ সংখ্যা বাড়বে।

অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, এবার ‘এ’ ইউনিটে ৭৭ হাজার ৭৫৬ জন আবেদন করেছেন। ফি দিয়েছেন ৭৩ হাজার ৭৮২ জন। ‘বি’ ইউনিটে ৫৬ হাজার ৭১০ জন আবেদন করে ফি দিয়েছেন ৫২ হাজার ৩৮৫ জন। ‘সি’ ইউনিটে ১৭ হাজার ৮৮২জন আবেদন করে ১৭ হাজার ১৫৩ জন ফি দিয়েছেন।

সি-১ ইউনিটে ৮১১ জন  আবেদন করে ৫৮৭ জন, সি-২ ইউনিটে ২ হাজার ৫৭৯ জনে এক হাজার ৯২৭, ‘ডি’ ইউনিটে ৫২ হাজার ৪৮৮ জনে ৪৮ হাজার ৪০২ এবং ডি-১ ইউনিটে তিন হাজার ৩৯৮ জন আবেদন করে ফি দিয়েছেন এক হাজার ৭৯৮ জন। রোববার রাত পর্যন্ত ফি দেওয়ার সুযোগ পাবেন বলে জানান অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম।

এর আগে আবেদনের শেষ সময় ছিল বুধবার (১২ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরে দু’দিন বাড়ানো হয়। এবার চবিতে আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ আবেদন জমা পড়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে। এক লাখ ৯৫ হাজার ৭৯২ জন শিক্ষার্থী সেবার আবেদন। বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে।

চার হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। মোট আসন চার হাজার ১৮৯টি। বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রয়েছে।