কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে জাবির ডেপুটি রেজিস্ট্রার কামরুজ্জামানকে বদলি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অফিসার সমিতির দাবির প্রেক্ষিতে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) বি. এম. কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হয়েছে। আজ রবিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের সুবিধার্থে এ বি এম আজিজুর রহমানকে কর্মী প্রশাসন (প্রশাসন- ২) শাখায় এবং ড. বি এম কামরুজ্জামানকে উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় বদলি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বদলি কারণে তাদের বেতন বা সিনিয়রিটির কোনো তারতম্য হবে না। পাশাপাশি কাউন্সিল শাখা আপাতত রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকবে বলেও এতে বলা হয়েছে।
উল্লেখ্য, সাধারণ প্রশাসন-২ এর সাথে কাউন্সিল শাখার দায়িত্বে ছিলেন ডেপুটি রেজিস্ট্রার বি এম কামরুজ্জামান। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের কাছে লিখিত পত্রে অফিসার সমিতি বি এম কামরুজ্জামানকে রেজিস্ট্রার অফিসের বাইরে বদলির দাবি জানায়। এতে সম্প্রতি এডিশনাল রেজিস্ট্রার পদে পদোন্নতি নীতিমালা সংক্রান্ত ব্যাপারে নিজের মনগড়া ও স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
তবে এ ব্যাপারে বি এম কামরুজ্জামান বলেন, প্রশাসনিক কাজের সুবিধার জন্য প্রশাসন যে কোন সিদ্ধান্ত নিতে পারে। তবে অভিযোগের প্রেক্ষিতে বদলি করা হয়েছে বিষয়টি ঠিক নয় কারণ যে কমিটির কথা বলা হচ্ছে ৫ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে আমি মাত্র সদস্য সচিব ছিলাম। এখানে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোন সুযোগ ছিল না। আর বাকি সব অভিযোগ ভিত্তিহীন।