১৮ মার্চ ২০২৩, ১৩:০৮

ঢাবিতে চলছে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন, নেই বিএনপি-জামায়াতপন্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন চলছে। এ নির্বাচনে ভোটাররা ২৫ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে আওয়ামীপন্থীদের অংশগ্রহণ থাকলেও বিএনপি-জামায়াত সমর্থিত কোনো প্যানেল অংশগ্রহণ করেনি।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ভোটকেন্দ্রে এ কার্যক্রম চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কেন্দ্র গুলোর মধ্যে রয়েছে, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও শারীরিক শিক্ষা কেন্দ্র। 

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা যথাসময়ে, জুলাইয়ে ক্লাস: শাবিপ্রবি উপাচার্য

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেছে। প্যানেল দুটি হলো: গণতান্ত্রিক ঐক্য পরিষদ ও টীম অপরাজেয়। গণতান্ত্রিক ঐক্য পরিষদ ২৫ টি পদের সবগুলোতে প্রার্থী দিয়েছেন। অন্যদিকে টীম অপরাজেয় নয়টি পদে প্রার্থী দিয়েছেন। এছাড়াও প্যানেল ছাড়া একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. মুহাম্মাদ আসাদ মিজান। তারা সবাই আওয়ামীপন্থী প্রার্থী। তবে বিএনপি সমর্থিত কোনো প্যানেলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে প্রথমবার ভোট দিতে আসা মো. শাহরিয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এটা আমার এ ধরনের নির্বাচনে প্রথম ভোট। ভোটের পরিবেশ সুন্দর ছিল। কোনো প্রকার বিশৃঙ্খলা বা ঝামেলা দেখা যায়নি। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করছি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েট নির্বাচন মূলত তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ঢাকার বাইরের কেন্দ্রসমূহে ৪ মার্চ ও ১১ মার্চ দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে।