১৬ মার্চ ২০২৩, ০৯:৫১
জাবির ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে আজ
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সভায় বসবে ভর্তি পরীক্ষা কমিটি। ভর্তি পরীক্ষা নিয়ে প্রথমবারের মতো এ সভা হতে যাচ্ছে।
সভায় এবারের ভর্তি পরীক্ষার যোগ্যতা ও আসন সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার সভার পর এসব বিষয়ে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
তবে ভর্তি পরীক্ষার দিন-তারিখের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভা রয়েছে। সভার পর সিদ্ধান্ত জানানো হবে।