১৩ মার্চ ২০২৩, ১২:৩৯

ঢাবির হলে ধরা পড়ল চোর, শাস্তি টয়লেট পরিষ্কার 

ঢাবির হলে ধরা পড়া চোর ও চুরি করা জুতা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক তরুণ। তবে মানবিক কারণে মারধরের পরিবর্তে তাকে টয়লেট পরিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে। রোববার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, চুরি করার পর দুটি ব্যাগ নিয়ে গেইট দিয়ে বের হচ্ছিল অভিযুক্ত তরুণ। তখন গেটম্যানরা তাকে দাড়াতে বললেও দাঁড়ায়নি। এতে সন্দেহ করে তার পিছু নেন তারা। তখন পালানোর জন্য দৌড় দেয় সে। তাৎক্ষণিক হলের শিক্ষার্থীরা তাকে ধরে গেস্টরুমে নিয়ে আসে।

তবে মানবিক কারণে কেউ তেমন মারধর করেনি। তবে গেস্টরুমের টয়লেট পরিষ্কার করানো হয়েছে শাস্তি হিসেবে। তার ব্যাগ তল্লাশি করে অনেকগুলো জুতা, টি-শার্ট ও ওয়ালেট পাওয়া গেছে।

পরে ওই তরুণকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখন পরেরবার এসে শিক্ষার্থীদের দেখে নেবে বলে হুমকি দেয় সে। তবে তার নাম-পরিচায় জানা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, হলগুলোতে চোরের উৎপাত বাড়ছে। ঢাবির হলগুলোতে চুরির ঘটনা নিত্যসঙ্গী। এসব বন্ধে হল প্রশাসনকে আরও সচেতন হওয়া উচিত। চলতি মাসের ১০ তারিখ জগন্নাথ হলে হাতেনাতে মোবাইল, কাপড় ও জুতাস চোর ধরা পড়ে বলে জানা গেছে।