রাবিতে দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তবে তার এই ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১১ মার্চ) রাত ১০টার পর মাইকে আগামীকাল রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষার বন্ধের ঘোষণা দেন রাবি উপাচার্য।
উপাচার্য মাইকে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতি অনুরোধ হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
ছাত্র ফেডারেশনের নেতা মহব্বত হোসেন মিলন বলেন, আমরা উপাচার্যের এই সিদ্ধান্ত মানিনা। এটা আন্দোলন দমানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। আরও আশঙ্কা করা হচ্ছে যে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হতে পারে।
রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান, দুই দিন ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত আমরা প্রত্যাখান করছি। পরীক্ষা বন্ধ থাকতে পারে, কিন্তু ক্লাস বন্ধ রাখা উচিত না।