রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে বর্ধিত হল ফি স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শিক্ষার্থীদের দাবির মুখে আবাসিক হল ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ রবিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, প্রাধ্যক্ষ পরিষদ হল ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে বর্ধিত ফি স্থগিত করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রাধ্যক্ষ পরিষদকে এ বিষয়ে জানিয়ে দিয়েছি যে, যদি ফি বাড়াতে হয় তাহলে পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: তিনগুণ টাকা দিয়েও হলে সিটের নিশ্চয়তা নেই রাবির নবীনদের

এর আগে, হল ফি এক লাফে বাড়িয়ে ২ হাজার ৮০০ টাকা করেছিল প্রাধ্যক্ষ পরিষদ। যেখানে পূর্বে ছিল ৯০০ টাকা। হল ভেদে এই ফি কম বেশি আছে। শিক্ষার্থীদের ক্ষোভ ও সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হলে বর্ধিত ফি স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।