ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি, আসন সীমিত

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট  © সংগৃহীত

জাপানি, জার্মান, ফরাসি ভাষার সংক্ষিপ্ত কোর্স, কোরীয় ভাষা, টিচার্স ট্রেইনিং প্রেগ্রাম (Teacher's Training Program) ও জাপানি ভাষায় এলিমেন্টারি কোর্সে সীমিত আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট।  

 আসন সংখ্যা সীমিত : আগে এলে আগে ভর্তি, এই কোর্স সবার জন্য উন্মুক্ত

কোর্সের মেয়াদ :

জাপানি, জার্মান ও ফরাসি ভাষা-৬০ ঘণ্টা (২/৩ মাস মেয়াদী)

কোরীয় ভাষা: ৬/৭ মাস মেয়াদী (১৮০ ঘণ্টা)

জাপানি ভাষা (এ): ৬ মাস মেয়াদী (১৫০ ঘণ্টা)

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান পরীক্ষায় পাস, কোরীয় : ন্যূনতম স্নাতক পাস ও কোরীয় ভাষা দক্ষতা পরীক্ষায় (Topik) লেভেল ৩ বা সমমান পাস।

ভর্তির সময় : সকাল ১০:০০টা-বিকাল ৪:০০টা পর্যন্ত (রবিবার থেকে বৃহস্পতিবার)

ক্লাসের সময় ও দিন:

১। জাপানি ভাষা- সন্ধ্যা ৬:০০টা-রাত ৮:৩০টা পর্যন্ত (ক্লাস সপ্তাহে ৩ দিন) (শনিবার, সোমবার, বুধবার)

২। কোরীয় ভাষা - সকাল ১০টা-বিকাল ৪.৩০টা পর্যন্ত (ক্লাস সপ্তাহে ১ দিন) (শনিবার)

৩। জার্মান ভাষা-সকাল ০৯.৩০টা-দুপুর ১২.০০টা পর্যন্ত (ক্লাস সপ্তাহে ২ দিন) (শুক্রবার ও শনিবার)

৪।জাপানি ভাষা (এ)- সন্ধ্যা ৬:০০টা-রাত ৮.৩০টা পর্যন্ত (ক্লাস সপ্তাহে ৩ দিন) (শনিবার, সোমবার, বুধবার)

৫। ফরাসি ভাষা- সন্ধ্যা ৬:০০টা-রাত ৮.৩০টা পর্যন্ত (ক্লাস সপ্তাহে ২ দিন) (শুক্রবার ও মঙ্গলবার)

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: মার্চ ২য় ৩য় সপ্তাহ ২০২৩

ভর্তির জন্য যোগাযোগ : কোরীয়, জাপানি, জার্মান ও জাপানি (এ) ভাষা-১২৫ নং কক্ষ, ফরাসি ভাষা-১০১ নং কক্ষ।

বিস্তারিত তথ্যের জন্য ইনস্টিটিউটের নোটিশ বোর্ড দেখা যেতে পারে ।


সর্বশেষ সংবাদ