০৩ মার্চ ২০২৩, ১০:১৭

মাস্টার অব প্রফেশনাল ফিন্যান্স প্রোগ্রামের ১১তম ব্যাচের ভর্তি নিচ্ছে ঢাবি

ঢাবি  © সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার অফ প্রফেশনাল ফাইন্যান্স (MPF) প্রোগ্রামের ১১তম ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের ফিন্যান্স বিভাগ।

প্রোগ্রামের বৈশিষ্ট্য: 

১। এমপিএফ গ্রাজুয়েটদের জন্য এসিসিএ পরীক্ষায় সর্বোচ্চ 8টি পেপার ছাড়। সিএফএ স্কলারশিপের সুযোগ।

২। দেশের অন্যতম শক্তিশালী প্রাক্তন ছাত্র নেটওয়ার্কগুলিতে অ্যাক্সেস।

৩। এমপিএফ প্রোগ্রামের অনন্য বৈশিষ্ট্য এসিসিএ চার্টার হোল্ডাররা এমপিএফ প্রোগ্রামে ৭টি কোর্সে ছাড় পাবেন।

৪। ওপেন ক্রেডিট সিস্টেম ছাত্রদের তাদের সুবিধার উপর ভিত্তি করে প্রোগ্রামটি তৈরি করার সুযোগ।

৫। শিক্ষার্থীদের অতীত ফলাফলের উপর ভিত্তি করে কোর্স ছাড়ের সুযোগ।

৬। বেশিরভাগ ক্লাস শুক্রবার এবং শনিবার অনুষ্ঠিত হবে এবং সপ্তাহের ছুটির দিন ক্লাস সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

৭। ৫১ ক্রেডিট (১৬ কোর্স + প্রজেক্ট পেপার)।

৮। ২ বছরের প্রোগ্রাম।

যোগ্যতা: ৪.০০ এর মধ্যে ২.৫ সিজিপিএ নিয়ে যেকোনো বিষয়ে স্নাতক। কোনো পাবলিক পরীক্ষায় ৩য় শ্রেণী/বিভাগ থকতে পারবে না। পেশাদার সংস্থায় চাকরিরতরা অগ্রাধিকার পাবেন।

কাজের অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, ইনভেস্টমেন্ট, অডিটিং এবং ফিনান্সের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। কাজের অভিজ্ঞতার প্রয়োজন CFA, ACCA, ICAB, এবং ICMAB সহ ফিনান্স/অ্যাকাউন্টিং-এর পেশাগত সংস্থাগুলির শিক্ষার্থীদের ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে: mpf.financedu.ac.bd/admission

আবেদন ফি: প্রার্থীদের বিকাশের মাধ্যমে ১,৫০০ টাকা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ, ২০২৩

ভর্তি পরীক্ষা: ৩১ মার্চ, ২০২৩ (শুক্রবার) সকাল ১০টায় (লিখিত) এবং ১১টা ৩০-এ ভাইভা।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

এমপিএফ প্রোগ্রাম অফিস (রুম 4005), 3য় তলা, এমবিএ বিল্ডিং, বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ফোন: 9661900-73, Ext: 8011; মোবাইল: +8801850536992, +8801914379230; ইমেইলঃ mpf@du.ac.bd