ঢাবিতে তাত্ত্বিক এবং কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে এমএস করার সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একবছর মেয়াদি ফুলটাই কোর্সে তাত্ত্বিক এবং কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিষয়ের ৬ষ্ঠ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের যোগ্যতা:
১। আগ্রহীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কেমিস্ট্রি বিষয়ে চার বছরমেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২। যারা পাবলিক/ সরকারি বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেছেন তাদের ২.৫০ (৪.০০ হতে) এবং যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক করেছেন তাদের ন্যূনতম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
৩। পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী যাদের এখনো সনদ হাতে আসেনি তারাও আবেদন করতে পারবেন। তবে ভর্তির সময় সনদ জমা দিতে হবে।
৪। যেসব শিক্ষার্থীরা বর্তমানে এমএস/এমএসসি করছেন এবং যারা এমএস/এমএসসি সম্পন্ন করেছের তারাও আবেদন করতে পারবেন। তবে ১ জানুয়ারি ২০২৩ তারিখে পড়াশোনার গ্যাপ তিন বছরের বেশি হতে পারবে না।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইট হতে অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করে ইমেইলের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যানড কপিসহ আবেদন ফরম জমা দিতে হবে।
ইমেইল: teehem@du.ac.bd
আবেদন ফি: ৫০০/- টাকা
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩
ভর্তি পরীক্ষা: ১৯ মার্চ ২০২৩ (সকাল ১১টা- ১টা)
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।