২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩১

ঢাবি বিজ্ঞান ইউনিটে আসন ১৮৫১টি, দেখে নিন খুঁটিনাটি

ঢাবি  © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি।

যার মধ্যে বিজ্ঞান অনুষদে ৪৭০টি, জীববিজ্ঞান অনুষদের আসন সংখ্যা হচ্ছে ৪৯৫টি, ফার্মেসী অনুষদে ৭৫টি, আর্থ এন্ড এনভায়রমেন্টাল সায়েন্স অনুষদে ২৩৫টি, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ২৩৫টি, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে ৫০টি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে ৪০টি, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে ৫০টি, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে ১৫০টি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৪১টি আসন রয়েছে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ফার্মেসী অনুষদে ৫ বছর মেয়াদের এবং অন্যান্য অনুষদ ও ইনস্টিটিউটে ৪ বছর মেয়াদের।

বিজ্ঞান ইউনিটের অধীন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪টা হতে ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা : ১২ মে ২০২৩ শুক্রবার, সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত।

আসন সংখ্যা, ভর্তির যোগ্যতা ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে