চবিতে সেকেন্ড টাইম থাকছে কিনা সিদ্ধান্ত পরবর্তী সভায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইম থাকবে কি না তা ভর্তি কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। মার্চের শুরুতে এই সভা হওয়ার কথা রয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সদস্য সচিব এস এম আকবার হোছাইন।
তিনি বলেন, চবির ভর্তি পরীক্ষা নিয়ে যে সভা হয়েছে সেখানে কেবল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে কি না, কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে এগুলো এখনো চূড়ান্ত করা হয়নি।
এস এম আকবার হোছাইন আরও বলেন, সেকেন্ড টাইমসহ ভর্তি পরীক্ষার আরও কিছু বিষয় নিয়ে আমাদের পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। মার্চের শুরুতে ভর্তি কমিটি সভায় বসবে বলেও জানান তিনি।
এর আগে রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলো।
জানা গেছে, চবিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গেল বছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ১০০ নম্বরের লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের জিপিএ থেকে যুক্ত করা হয়েছিল। বহুনির্বাচনী পদ্ধতির এ পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হয়। পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০।