২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬

রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র

রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনস্টিটিউটে উপস্থিত হয়ে তিনি যোগদান করেন।

অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালে একই বিভাগের সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

আরও পড়ুন: অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন ঢাবির সেই ছাত্রলীগ নেতা

এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত বিভাগটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যোগদানকালে সেখানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।