ঢাবির সূর্যসেন হলে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সূর্যসেন হল সাহিত্য- সাংস্কৃতিক সংসদের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেছেন সূর্যসেন হলের মাননীয় প্রাধ্যক্ষ মকবুল হোসেন ভূঁইয়া।
মাসব্যাপী এ আয়োজনের ১ম দিনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। এতে হলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ( ২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির সঙ্গীত, নৃত্য এবং অংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: ভাষা আন্দোলনে রাজনৈতিক নেতা হিসেবে প্রথম গ্রেফতার হন বঙ্গবন্ধু
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ । বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোমেনুর রসুল প্রশংসা করে বলেন, খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে সূর্যসেন হল সাহিত্য সাংস্কৃতিক সংসদ। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) এর সহযোগী অধ্যাপক ড.শাহরিয়ার হায়দার বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়। শিক্ষাঙ্গনে এরকম সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের আরও বেশি সৃজনশীল করে তুলবে।
সংগঠনটির সভাপতি এ কে এম তৌহিদুজ্জামান অভি বলেন, দায়িত্ব পাবার পর থেকে আমরা শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক জাগরণ ঘটানোর জন্য ইতোমধ্যে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছি। ধর্মীয় উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা রুখতে আমাদের সুষ্ঠু সংস্কৃতির চর্চা করতে হবে। তবেই উদার,মানবিক, পরমতসহিষ্ণুতা বৃদ্ধি পাবে।