চবিতে বারবার সংঘর্ষ, শাখা ছাত্রলীগকে শোকজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ বারবার সংঘর্ষে জড়ানোয় চবি শাখা ছাত্রলীগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ নোটিশ দেয়া হয়।
সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত নোটিশে বলা হয়, ধারাবাহিক সাংগঠনিক বিশৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ক্ষুণ্ণ হওয়া, গঠনতান্ত্রিক কার্যক্রমের ব্যত্যয় ও পূর্বে প্রদানকৃত শো-কজ নোটিশের জবাবের উপযুক্ত প্রতিফলন না হওয়ায় রেজাউল হক রুবেল (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা) ও ইকবাল হোসেন টিপু (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা) আপনাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিদের আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।
আরো পড়ুন: ছাত্র রাজনীতিকে এখন নেতিবাচকভাবে দেখে সবাই: রাষ্ট্রপতি
এর আগে, আধিপত্য বিস্তার এবং রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়া গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী বলে পরিচিত।
দফায় দফায় দু'পক্ষের সংঘর্ষের পর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত আলাওল হল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন। এ সময় ওই হল দু'টি থেকে তিনটি রাম দা ও কয়েকটি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।