ঢাবি সূর্যসেন হলের লিফট পুনঃস্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের পুনঃস্থাপিত নতুন লিফট উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জান। এসময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিয়াম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হলের লিফট উদ্বোধনের আগে উপাচার্য সূর্যসেন হলের মেস (নেক্সাস) পর্যবেক্ষণ করেন। সেখানকার রান্নাঘর পরিদর্শন শেষে লিফট উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে অকেজো হওয়া লিফটের স্থলে পুনঃস্থাপন করা হয় নতুন আধুনিক মানের লিফট। যেটি পূর্বের তুলনায় শক্তিশালী এবং যুগোপযোগী।
ভিত্তি প্রস্তরের পর্দা উঠানোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। মোনাজাতের মাধ্যমে সূর্যসেন হল মসজিদের ইমাম উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের মানসিক উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন প্রয়োজন। পরিবেশ ভালো থাকলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে।