১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৮

জীববৈচিত্র্য রক্ষার আহ্বানে রাবিতে ‘সুন্দরবন দিবস’ পালিত

জীববৈচিত্র্য রক্ষার আহ্বানে রাবিতে ‘সুন্দরবন দিবস’ পালিত  © টিডিসি ফটো

‘সুন্দরবন বলছে হেঁকে বাঁচাও অরণ্য, নইলে ডুবে মরবে সকল জীব ও বন্য’-এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের শিক্ষার্থীরা সুন্দরবন দিবস পালন করেছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি পালিত হয়েছেরাবিতে রাবিতে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজ উদ্দিন আহমদ অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে র্যালি বের করেন শিক্ষার্থীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার দেশ আমার বন, সুন্দরবন সুন্দরবন’; ‘সুন্দরবনের মহিমা ধ্বংস করা চলবে না’; ‘বাংলাদেশের অহংকার রয়েল বেঙ্গল টাইগার’ সুন্দরবন রক্ষায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিমুল বাছাড় বলেন, সুন্দরবনকে রক্ষা করুন জীববৈচিত্র্য সংরক্ষণ করুন। সুন্দরবন আমাদের অর্থনীতিতে কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা বলার অপেক্ষা রাখে না। যেকোনো দুর্যোগে সুন্দরবন আমাদের অভিভাবক স্বরূপ। কিন্তু বর্তমানে শিল্পায়নসহ নানা কারণে আমাদের সুন্দরবন আজ ধ্বংসের মুখে। বিভিন্ন সময়ে বিপন্ন হচ্ছে; এজন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন আইন প্রয়োগসহ নানা পদক্ষেপের মাধ্যমে সুন্দরবনকে রক্ষা করা হোক।
 
সমাবেশে আরেক শিক্ষার্থী মোহাম্মদ মিলন বলেন, এদিন ভালোবাসা দিবস নিয়ে অনেক মাতামাতি হয়। কিন্তু সুন্দরবন দিবস নিয়ে তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে না। আমরা এর মাধ্যমে সবাইকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানাচ্ছি। শিল্পায়নের প্রভাবে সুন্দরবন প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে। আমরাই সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন সুন্দরবন বাঁচানোর উদ্যোগ নেওয়ার জন্য। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন বাঁচলে বাঁচবে প্রকৃতি, সুন্দরবন বাঁচলে বাঁচবে দেশ। 

সমাবেশে বক্তারা এসময় আরও বলেন, প্রকৃতিতে জন্ম আমাদের প্রকৃতিতে মরণ। তাই সবার আগে প্রকৃতিকে ভালোবাসতে শিখুন। তবেই অন্যকে ভালোবাসতে পারবেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরো ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। সে হিসেবে এবার পালিত হচ্ছে ২৩তম সুন্দরবন দিবস।