১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২

বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের সভাপতি ইবনুর, সম্পাদক আবীর 

বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে  © সংগৃহীত

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ বিশেষ দিনে, 'কেও পাবে, কেও পাবে না, তা হবে না তা হবে না' স্লোগান সামনে রেখে প্রেমের সুষম বণ্টন করার লক্ষ্য নিয়ে প্রেম বঞ্চিতদের সংগঠন 'বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘ' নবম জাতীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইহতেশামুল হক ইবনুর। আসনাবিল আবীরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ কমিটির আজীবন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহফুজুল সুমন ও নাজমুস সাকিব বর্ণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি রাকিবুল্লাহ রাকিব, মীর সৈকত ও শুভ্রদেব সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকতাদীর মাহ্দী বিন ওমর শাফী, ফাতেমা আশরাফি রিমি, সাজ্জাদ হোসাইন ও সানজিদ হাসান আরিফ। সাংগঠনিক সম্পাদক রাকিব আল হাসান, অনিক শারাফি যাদু, মো. মাহফুজুর রহমান, সাইদ আহমেদ আজাদ, তানিব রহমান, জুনাইদুল আজাদ তনিম, অপু মন্ডল অংকন।

বাপ্পারাজ বিষয়ক সম্পাদক ইসমাইল অর্ণব, উপ বাপ্পারাজ বিষয়ক সম্পাদক অপুর্ব কুমার, আমতলা বিষয়ক সম্পাদক নাঈম আলম, ভগ্ন হৃদয় বিষয়ক সম্পাদক শেখ মো. আল আমিন, সিনিয়র আপু বিষয়ক সম্পাদক মনির আহমেদ, ইবলিশ চত্বর বিষয়ক সম্পাদক সজীব আহমেদ, প্রেম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শেখ ফাহির আমিন, শরিফুল ইসলাম ও রায়হান রাফি, সান্ত্বনা বিষয়ক সম্পাদক মো. নুরনবী।

উপদেষ্টা মন্ডলীর সদস্য আসাদুল্লা-হিল-গালিব, মেহেদী হাসান সাদী, মেজবাহুল ইসলাম, জয়ন্ত সরকার, আলাউদ্দিন আল আকরিফ, অন্তর খান, সুজন চন্দ্ৰ (মাইকেল), নাজমুল হাসান, আবুবকর সরকার, সজল মণ্ডল, মো. জিহাদ হোসেন, আরিফ বিল্লাহ্ ও মো. মুজাহিদুল ইসলাম।

সিনিয়র উপদেষ্টা বেনজামিন রশিদ বর্ষণ, আহসান উল্লাহ, জীবন হাসান মিঠু (পাশা), মো. আবু তাহির, গালিব হাসান, বিকাশ রায়, জামিউল ইসলাম জীম, হাসানুজ্জামান হাসান, সম্রাট হোসাইন। চিরকালীন প্রচার উপদেষ্টা মোস্তাফিজ রনি, আসাদুজ্জামান রাব্বি, এম মঈন উদ্দিন, আসিফ আহমেদ দিগন্ত ও মেশকাত চৌধুরী মিশু। 

চিরকালীন উপদেষ্টা মন্ডলীর সদস্য (ইমেরিটাস) মেহেদী হাসান রাসেল, মাসুম মিলন, শান্ত ইসলাম মল্লিক, ইমাম মেহেদী, মুর্তুজা হাসান সুহাস, শেখ আবীর উদ্দিন হিমেল, রবিউল অনিক আলম, মোস্তাইন দিপু, সাজ্জাদ হোসেন, অনিক খন্দকার, মোস্তফা বিন ঈসমাইল, মোল্লাহ মোহাম্মদ সাঈদ, মাহফুজুল সুমন, মনির মন্ডল, হোসনে তামির, জামান লতিফুর, আব্দুল্লাহ আহমেদ জনি, কাজী মোহাম্মাদ নোমান, শফিকুর রহমান প্রতীক ও নাজমুস সাকিব বর্ণ।