যৌন নিপীড়নে অভিযুক্ত জাবি শিক্ষকের বিচার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। একই সাথে এই ঘটনায় তিন দফা দাবি তুলে ধরা হয়।
দাবিসমূহ হলো-
১. অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক।
২.তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষককে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে
অব্যাহতি প্রদান করা হোক।
৩.ভুক্তভুগি শিক্ষার্থীকে দিয়ে প্রভাব খাটিয়ে দায়মুক্তিপত্র লেখানোর ক্ষেত্রে প্রক্টর ও সহকারী প্রক্টরের অবস্থায় তাদের অব্যাহতি প্রদান করা হোক।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুর রহমানের নিজ বিভাগের শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা, তার পরীক্ষার পরীক্ষক হওয়া একাডেমিক অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভুক্তভোগী শিক্ষার্থীকে দিয়ে দায়মুক্তিপত্র লেখানোর অভিযোগ প্রকাশ পায়।