মোশতাককে ‘শ্রদ্ধা’: একাডেমিক কার্যক্রম চালাতে বাধা নেই ঢাবি শিক্ষকের

ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ
ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ একাডেমিক কার্যক্রম চালাতে কোনা বাধা নেই। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ায় রহমত উল্লাহকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০ এপ্রিল বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তৎকালীন সরকারের অন্যান্য নেতার পাশাপাশি মোশতাকের প্রতি শ্রদ্ধা জানান রহমত উল্লাহ। এ নিয়ে সমালোচনা শুরু হয়।

দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত মো. রহমত উল্লাহ। নীল দল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন। আইন অনুষদের ডিনও নির্বাচিত হয়েছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ