চবির শাটলে শিক্ষার্থীকে মারধর করে আইফোন ছিনতাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে আইফোন ১৪ এবং টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সময় শাটলে কোনো রেলওয়ে পুলিশ ছিল না বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় ট্রেন থামলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. সাদাত আল সামী।তিনি মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
সাদাত আল সামী বলেন, আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হই। রাত ৮ টার দিকে শাটলে বটতলী স্টেশনে যাচ্ছিলাম। এদিন ছাত্রলীগের একাংশ কর্তৃক শাটল অবরোধ হওয়ায় সাড়ে পাঁচটার শাটল বিলম্বে সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়। শাটলে শিক্ষার্থীর সংখ্যা কম ছিলো। আমার বগিতে যারা ছিলো তাদের সবাই ষোলশহর স্টেশনে নেমে যাওয়ায় আমি বগি পরিবর্তন করি। সেখানে ৫-৬ জনের মতো ছিলো তারাও ঝাউতলা স্টেশনে নেমে যাওয়ায় বগিতে আমি একা হয়ে গিয়েছিলাম।
পরবর্তী দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় শাটল থামলে মাস্ক পরিহিত ৬-৭ জন ছেলে এসে আমার পেটে ছুরি ধরার পাশাপাশি আমাকে কিল-ঘুষি মেরে আমার ‘আইফোন (১৪) সহ একটি বাটন ফোন এবং টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আমি খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
ভুক্তভোগী শিক্ষার্থী আরো বলেন, আমার ওপর যখন আক্রমন হয় তখন শাটলে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। রেলওয়ে পুলিশকে অনেক খুঁজেও পাইনি।
এবিষয়ে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। এ বিষয়ে রেলওয়ে থানাকে ইনফর্ম করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। আমরাও সর্বোচ্চ সহযোগিতা করবো।