জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩১ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রভোস্ট কমিটির সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পূর্বনির্ধারিত ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা নবনির্মিত হল দুইটি উদ্বোধন করবো। প্রথমে আবেদনকারী পুরাতন শিক্ষার্থীদেরকে হলে উঠানো হবে৷ পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে নবীন শিক্ষার্থীদেরকে হল বরাদ্দ দেওয়া হবে। হল বরাদ্দের তালিকা ক্লাস শুরুর পূর্বেই জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে, চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট পাঁচটি ইউনিটের অধীনে জাবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নবীন শিক্ষার্থীদের ক্লাস এখনও শুরু হয়নি।