২১ ডিসেম্বর ২০২২, ২০:৪২

আর্জেন্টিনার জয়ে রাবিতে ভূরিভোজ কাল

আর্জেন্টিনার জয়ে রাবিতে গরু-খাসিতে ভূরিভোজ কাল  © টিডিসি ফটো

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গরু ও খাসি জবাই করে বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন দলটির সমর্থকেরা। এ উপলক্ষে রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে এই আয়োজন করা হবে।

এ আয়োজন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ প্রাঙ্গণে এই মধ্যাহ্নভোজ হবে। এতে অংশ নিতে ৯৯ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। গুগলডকসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, এই আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এ জন্য ন্যূনতম রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। সবাইকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খাওয়া দাওয়া করা হবে।

এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলার দিনদুপুরে সংগঠনটি ক্যাম্পাসে খাসি নিয়ে আনন্দ ও শুভকামনা মিছিল করে। মিছিলে তারা স্লোগান দেয়, ‘কাপ নেবে মেসি, আমরা খাব খাসি’, ‘আমাদের হাতে খাসি, কাপ নেবে মেসি।’ তবে ওই খাসিসহ আরেকটি গরু দিয়ে তারা ভূরিভোজ করার আয়োজন করছে আগামীকাল।