চবিতে কবিতার কথায় ৫২ তম বিজয় দিবস উদযাপন
দেশের ৫২ তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে পথ আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে। কবিতার কথা মালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে ত্রিশ লাখ শহীদের স্মরণে এই অনুষ্ঠান আয়োজন করেছে চবি আবৃত্তি মঞ্চ।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ 'পথ আবৃত্তি' অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
উদ্বোধনী বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও মঞ্চের উপদেষ্টা মাছুম আহমেদ। তিনি বলেন, "বিজয় আর মুক্তি এক বিষয় নয়। ত্রিশ লাখ বাঙালির আত্মদানের মধ্য দিয়ে পাঁচ দশক আগে আমরা বিজয় আর্জন করেছি। কিন্তু অর্থনৈতিক মুক্তিসহ যাবতীয় মুক্তি অর্জনের পথে আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, তবেই বিজয় ও মুক্তির স্বাদ মিলে মিশে একাকার হয়ে যাবে, স্বার্থক হবে মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন।"
আরও পড়ুন: ‘আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই’
ডচেংনু চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস কাজলের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্যরা। সদস্যদের অংশগ্রহণে আবৃত্তির পাশাপাশি ছিল নৃত্য ও গান।
অনুষ্ঠানে অন্যান্য সংগঠন থেকেও অংশ নেন শিল্পীবৃন্দ। অংশ নেওয়া অন্যান্য সংগঠনগুলো হল— সাংস্কৃতিক সংসদ-চবি,অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রঁদেভূ শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ ও মশাল প্রজ্জ্বলন করা হয়। এরপর গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী, সঙ্গীতশিল্পী রিদিতা মাইশা ও তার দল।