জাবিতে ডিএফআইআর'র সভাপতি মনিকা ও সাধারণ সম্পাদক ফাহিম
জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনসের ১ম কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের আল ফাহিম মারুফকে নির্বাচিত করা হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) গঠিত এই কমিটিতে সহ সভাপতি (প্রশাসন) হিসেবে রয়েছেন- ইসমাইল হোসেন (৪৭ ব্যাচ), আসিফ তানজিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আরিফ সোহেল (৪৭ ব্যাচ), রনি ঘোষ (৪৮ ব্যাচ), মেহেদী হাসান (৪৮ ব্যাচ)।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন আবু তৌহিদ মোঃ সিয়াম(৪৯ ব্যাচ)। কমিটির অন্যান্যরা হলেন, অনুষ্ঠান সম্পাদক- রোজ রহমান মিতু মনি(৪৯ ব্যাচ), অর্থ সম্পাদক- শারমিন মৌরি(৪৮ ব্যাচ), দপ্তর সম্পাদক- আফসানা মিমি(৪৯ ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- তাসফিয়া মাহিন(৪৯ ব্যাচ), শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ শমরিতা বড়ুয়া(৪৯ ব্যাচ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক- মিম বিনতে শাহরিয়ার (৪৯ ব্যাচ), কার্যনির্বাহী সদস্য: শেখ মুহাম্মদ নাঈম(৪৯ ব্যাচ), মাইমুনা(৫০ ব্যাচ), নাঈম হক(৫০ ব্যাচ)।
এর আগে, গত ১৭ নভেম্বর ডিএফআইআরের যাত্রা শুরু হয়।