১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫১

বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখাবে রাবি ছাত্রলীগ

ছাত্রলীগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো  © লোগো

‘বড় পর্দায়’ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে রবিবার (১৮ ডিসেম্বর) রাত নয়টায় ‘এলইডি স্ক্রিনে’ খেলাটি দেখানোর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জামায়াত-বিএনপিসহ মাঠে নামছে ২৭ দল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিফা বিশ্বকাপ-২০২২ এর আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর মধ্যকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো বিশ্বের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আমেজ। তৈরী হয়েছে উৎসবমুখর পরিবেশ। ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফাইনাল খেলা উপলক্ষে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ উদযাপনে পাশে থাকতে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বড় পর্দায় ফাইনাল খেলাটি দেখানোর আয়োজন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সুশৃঙ্খলভাবে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড় পর্দায় খেলা উপভোগ আহবান জানানো হল।