ঢাবি ভিসির সঙ্গে ১৪ বিদেশি সাংবাদিকের সাক্ষাৎ
১১টি দেশের ১৪ জন বিশিষ্ট সাংবাদিক আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। দেশগুলো হলো হংকং, ভিয়েতনাম, বাহরাইন, আলজেরিয়া, রোমানিয়া, ওমান, স্পেন, পর্তুগাল, কম্বোডিয়া, পোল্যান্ড ও বুলগেরিয়া।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে বিদেশি সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ চর্চার প্রাণকেন্দ্র। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসামান্য অবদান তুলে ধরে উপাচার্য বলেন, এদেশের স্বাধীনতার জন্য এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী জীবন উৎসর্গ করেছেন।
শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও তিনি জানান।