ঢাবির বড় পর্দায় কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচ দেখানো হবে না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোন বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও দেখানো হবে না। অনিবার্য কারণে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এটি স্থগিত থাকবে বলে জানায় মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ।
আজ শুক্রবার বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে নগদ আরও জানায়, ১২ ডিসেম্বর থেকে যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বড় পর্দায় খেলা দেখানো হবে।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দুই জায়গায়, হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে বড় আকারের এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’। খেলার রাতে ক্যাম্পাস লোকারণ্য হয়ে ওঠে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বহিরাগত’ ফুটবল ভক্তদের জন্য বিধিনিষেধের কথা জানায়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল-২০২২ দেখার আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন; পরিবেশ বিঘ্নিত হয়।
"এমতাবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা বা এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হল।"
এর একদিন পর আজ শুক্রবার বিকেলে রাত থেকে শুরু হওয়া কোয়ার্টার ফাইনালের সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নগদ। তবে ১২ ডিসেম্বর থেকে পুনরায় বড় পর্দা সব বড় পর্দায় খেলা দেখানো হবে বলে জানায় নগদ।
বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আর রাত ১টায় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে।
এদিকে, আগামীকাল রাত ৯টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল ও মরক্কো। আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।