মা হারালেন ঢাবির নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৭:১৬ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ০৭:২৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান-আল-শাফির মা শওকতুন্নেসা আর নেই। গত সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, প্রয়াত (অতি: সচিব) প্রফেসর এম শফীউল্লাহ এর স্ত্রী শওকতুন্নেসা দীর্ঘদিন যাবত হার্টে সমস্যা, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগে ভুগছিলেন।
তিনি একাধারে পরোপকারী, দানশীল এবং অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা ও তাঁদের জামাতা, ৫ জন নাতি-নাতনি, নিকটাত্মীয় এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর একমাত্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাসান-আল-শাফি (শিবলী) এবং কন্যাগণ সকলের নিকট মৃতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
সোমবার বাদ আসর মোহাম্মদপুর, ৩/১১ ইকবাল রোড, ব্ল-এ, ‘বায়তুশ সালাম জামে মসজিদ’-এ তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বাদ আসর তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে সমাহিত করা হয়।