১৭ নভেম্বর ২০২২, ১৮:২১

অ্যাডাম স্মিথের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাবিতে বক্তৃতা সভা

প্রধান বক্তা সেলিম রশীদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ  ও প্রধান অতিথি ড. মসিউর রহমান  © টিডিসি ফটো

অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাঙলার পাঠশালা প্রথম অ্যাডাম স্মিথ বক্তৃতা’ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যাডাম স্মিথ ও স্মিথের ভক্তি: বুদ্ধিমান নাকি চতুর’-এই বিষয়ের উপর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল চার টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সিমীন মাহমুদ স্মৃতি পরিষদ ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সহযোগিতায় সভার আয়োজন করে বাঙলার পাঠশালা ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আরও পড়ুন: প্রায় ২৩শ’ ক্যাডার পদে নিয়োগে বিজ্ঞপ্তি এ মাসেই 

বক্তৃতা সভার প্রধান বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ইলিনয়েস ইউনিভার্সিটি ইমেরিটাস অধ্যাপক ড. সেলিম রশীদ। তিনি স্মিথের অর্থনৈতিক, রাজনৈতিক দর্শন এবং অর্থনীতির "অদৃশ্য হাত" নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, অর্থনীতিতে একটি পণ্যের সাথে অন্য পণ্যের সম্পর্ক রয়েছে। অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। জনকের বায়োলজিক্যাল দিকটা সুস্পষ্ট, কিন্তু মেটাফোরিক দিকটা অত সুস্পষ্ট নয়। অর্থনীতিতে সমাজবিজ্ঞান আছে, আছে ইতিহাস। স্মিথের আলোচনায় সমাজের উন্নতি, সমাজকে নিয়ন্ত্রণ বিষয়টি ছিল।

অনুষ্ঠানের শেষে প্রধান বক্তা সেলিম রশীদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ  ও প্রধান অতিথি ড. মসিউর রহমান।