২২১ জনের পর এবার ঢাবির হলে ২৩১ সদস্যের কমিটি ছাত্রলীগের

সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মন
সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। যা এখন পর্যন্ত ঢাবির হল ছাত্রলীগের বড় কমিটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কাজল দাসকে সভাপতি ও অতনু বর্মনকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

২৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন লিপন কুমার রায় দ্বীপ, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন জগন্নাথ কুমার সরকার ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন অসিত দেবনাথ অন্তু।

আরও পড়ুন: ইমো হ্যাক করে টাকা দাবি করতেন রাবির দুই শিক্ষার্থী

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্ময় গড়াই ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভবতোষ চন্দ্র রায়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৫ জন। অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩২ জন, উপ-সম্পাদক হলেন ৭৬ জন, সহ-সম্পাদক হলেন ১৬ জন এবং সদস্য হলেন ১৪ জন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৩৩ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক, ৩০ জন সম্পাদক, ৭২ জন উপ-সম্পাদক, ১৭ জন সহ-সম্পাদক এবং সদস্য করা হয়েছে ১৫ জনকে।


সর্বশেষ সংবাদ