বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন সিফাত
রাজধানীর বাড্ডার আফতাবনগরে সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে সাদমান ওয়াকিল সিফাত নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মৃত্যু বরণ করেছেন। রবিবার ঘটে সকালে এ ঘটনা । ৪১তম বিসিএসের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সিফাত। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। সিফাত প্রস্তুতি নিচ্ছিলেন মৌখিক পরীক্ষা (ভাইভা) দেওয়ার। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণের আগেই চলে যেতে হল তাকে।
তিনি বছর খানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পাস করে বের হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র ছিলেন তিনি।
আরও পড়ুন: ক্ষুদ্র ও কমিউনিটি ব্যবসায় ঝুঁকছেন ঢাবি শিক্ষার্থীরা
সিফাতের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে। তার বাবা দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান তমাল। তার মা বীর উৎমারচর জাহেদা শাহাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা শিখা। তিনি জামালপুর জিলা স্কুল ও পরবর্তীতে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক ও ২০২০ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে সিকিউরিটিজ স্টাডিজের উপর স্নাতকোত্তর করেন।
এব্যাপারে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আফতাব নগরের সি ব্লকে সুইমিংপুল রয়েছে। রবিবার সকালে সিফাত সেখানে সাঁতার কাটতে যান। সে সময় সুইমিংপুলে অন্য কেউ ছিল না। পরে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন যান সাঁতার কাটতে। এ সময় সিফাতকে পানিতে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মা শিরিন সুলতানা শিখাসিফাত গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু দিন ধরে ওই সুইমিংপুলে নিয়মিত সাঁতার কাটতেন। সিফাত তাঁদের একমাত্র ছেলে। আরেক মেয়ে রয়েছে তাঁদের।
তার অকাল মৃত্যুতে বিভাগের সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।