ঢাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নবীন বরণ ও কৃতি-সংবর্ধনা
ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ‘নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মিলনমেলা’ অনুষ্ঠান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম চৌধুরী লেকচার হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাশরুর ইমতিয়াজ, ডাক, টেলি ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মো. মনির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি সাদিক কায়েম। সঞ্চালনা করেন এস এম ফরহাদ ও সাইফুল ইসলাম রিমন। এ সময় পার্বত্য চট্টগ্রামে শিক্ষায় অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, বান্দরবান পার্বত্য জেলার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স। নিজ নিজ প্রতিষ্ঠানের ছাত্র এবং প্রধানেরা এ স্মারক গ্রহণ করেন।
কৃতি শিক্ষার্থী হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডার মোহাম্মদ জিয়াউল হাসান সৌরভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. আব্দুল করিম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি এর ইংরেজি বিভাগের প্রভাষক জান্নাতুল মাওয়া সোনিয়া।
সাদিক কায়েম বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ পরিবার দিন দিন বড় হচ্ছে। প্রতিনিয়ত এর কর্মপরিধি ও সফালতা বৃদ্ধি পাচ্ছে। এ সংগঠন যদি ধারাবাহিকভাবে কাজ করে যেতে থাকে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা জাতীয়ভাবে মেধার সাক্ষর রাখবে এবং আলোকিত করবে পাহাড়।’
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগাম থেকে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।