বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা করল রাবি এডুকেশন ক্লাব
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা করেছে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (আরইউইসি)। শনিবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ‘ওয়ান ডে ফর স্টাডি অ্যাব্রড’ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাতে বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ উন্নত করার কৌশল,আইইএলটিএস ও জিআরই'র জন্য প্রস্তুতিসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা প্রদান করা হবে।
আরও পড়ুন: গুচ্ছে যুক্ত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ইএমকে সেন্টার এডুকেশন ইউএসএ’র উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকি তুহিন, আউটরিচ কো-অর্ডিনেটর রুহুল আমীন এবং জিআরই কোয়ান্ট স্কুলের ফাউন্ডার ও মেন্টর সৌরভ সিমান্ত। এছাড়া একটি অনলাইন এলামনাই আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়। এখানে দুইজন এলামনাই নিজেদের স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
কর্মশালায় টাইটেল স্পন্সর হিসেবে আছে ‘বাংলা টিফিন’। এছাড়া কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে ইএমকে সেন্টার ও এডুকেশন ইউএসএ।