১৩ অক্টোবর ২০২২, ১২:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ করার দাবি শিক্ষার্থীদের

ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি রিপোর্ট

আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও গ্রেফতারকৃত ছাত্রদের অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সালেহ উদ্দিন সিফাত বলেন, রাজু ভাস্কর্যে হামলার পর আরেক দফা হামলা হয়েছিল। ঢাকা মেডিকেলে আরেক দফা হামলা হয়। কারো পা ভাঙা, কারো হাত ভাঙা, কারো মাথা ফেটেছে এবং কারো হাতে জখম হয়েছে। আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

আরেক শিক্ষার্থী আহনাফ সাঈদ খান বলেন, ৭ অক্টোবর নৃশংস ঘটনাটি ঘটেছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। এতো মার খাওয়ার পরও চিকিৎসা নিতে পারল না। সারা রাত থানায় ছিল। থানায় তাদের সঙ্গে কী ঘটেছে আমরা জানি না। এগুলো মানবতাবিরোধী অপরাধ। যারা গ্রেফতার হয়েছেন তাদের করুণ অবস্থা। অনেকে পরীক্ষা দিতে পারছেন না, ক্লাস করতে পারছে না।

আরো পড়ুন: সাত বছর পর বিশ্বসেরা র‍্যাংকিংয়ে এগোল ঢাকা বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বিয়ের কাজ শেষে ঢাকায় ফিরেছিলেন। তার নববধূর হাতের মেহেদী এখনও শুকায়নি। অথচ তিনি নির্মমতার শিকার হয়ে জেলে আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।

মোল্লা ফারুকী এহসান বলেন, একদল শিক্ষার্থী শুধু স্মরণসভার কারণে সন্ত্রাসী হামলার শিকার হয়। এটাই এখন ক্যাম্পাসে বাস্তবতা। নানা মতে বিভক্ত ক্যাম্পাসকে বাঁচাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। আজকে শুধু ২৪ জন শিক্ষার্থী জেলে না। আজকের বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী বন্দী। কেউ হয়তো জেলখানায়, কেউ হয়তো গেস্টরুম-গণরুমে। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতাকে এমন ভাবে অবদমন করা হয়েছে। সবার মত প্রকাশের স্বাধীনতার জন্যে ২৪ জনের মুক্তি জরুরি।