‘শিক্ষাকে শিক্ষিতরা ধারণ করতে পারছে না’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৫:২৪ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২২, ০৫:২৪ PM
শিক্ষাকে শিক্ষিতরা ধারণ করতে পারছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর ব্যানবেইসের কনফারেন্স হলে আত্মহত্যা প্রতিরোধে যুব সমাজের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনায় তিনি বলেন, শিক্ষা মানে আলো। শিক্ষা যখন সত্যকে ধারণ করে তখনই তা আলো হয়। আমরা অনেকেই এমএ, বিএ, পিএইচডি ডিগ্রি ধারণ করেছি কিন্তু আমরা আলোকে উজ্জ্বল করতে পারি না। আমরা আলোকে উজ্জ্বল করতে পারিনি বলেই পত্রপত্রিকায় প্রতিদিন যে সংবাদ আসে তাতে হতাশ হই।
তিনি আরো বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক থাকার কথা সেটা আজ নতুন করে গড়ার প্রয়োজন। ছাত্র-ছাত্রীরা শিক্ষককে শ্রদ্ধা করবে এবং শিক্ষকরাও ছাত্র-ছাত্রীদের শ্রদ্ধা করবেন। আমরা যদি সঠিক শিক্ষা এনে দিতে পারি তাহলে বোঝা যাবে আত্মহত্যা যিনি করছেন তার আত্মহত্যা করার কথা নয়। তিনি অপরাধী নন। অপরাধ যদি করে থাকে তা অন্য কেউ করেছে। সমাজের নানা সমস্যা সেই অপরাধের সঙ্গে যুক্ত আছে। যেমনটি হয়েছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর সঙ্গে। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে যাওয়ার কারণে তার ওপর যে চাপ সৃষ্টি করেছিল, তার বাবা-মাকে ডেকে যা করা হয়েছিল তা সহ্য করতে না পেরে সেই ছোট্ট মেয়েটি আত্মহত্যা করেছিল।
আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা নেই ৬৬ ভাগ শিক্ষার্থীর
মানব ধর্মে দীক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এবং প্রতিটি মানুষের কিছু আধ্যাত্মিক বিশ্বাস ও অবিশ্বাস আছে। বহু ধর্ম রয়েছে কিন্তু প্রতিটি ধর্ম আমাদের পক্ষে মানা সম্ভব হয় না। আমরা যে যেই ধর্মের অনুসারী সেই ধর্মকে মেনে চলি। কিন্তু যারা ধর্ম নিয়ে গবেষণা করেন তারা বলতে পারবেন সব ধর্মের মধ্যে একটি কমন বিষয় রয়েছে আর সেটি হচ্ছে মানুষের কল্যাণ অর্থাৎ মানব ধর্ম। এখন মানব ধর্মে আমরা যদি দীক্ষিত হতে না পারি তাহলে আমাদের মধ্যে হিংসা ও বিদ্বেষ চলে আসে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যে শিক্ষা নিচ্ছ এটা যাতে সঠিক শিক্ষা হয়। একটি কথা আছে শিক্ষা কঠিন কিন্তু বিদ্যা সহজ। একজন শিক্ষিত কীভাবে মিথ্যা কথা বলতে পারে? কীভাবে দুর্নীতি করতে পারে? কারণ শিক্ষার সঙ্গে যুক্ত আছে সুসংস্কৃতি। সুসংস্কৃত একজন মানুষ কখনো প্রতারণা করতে পারে না। যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করতে পারে না। কিন্তু এই কাজগুলো হচ্ছে তো। এজন্য বিদ্যা অর্জন সহজ কিন্তু শিক্ষা অর্জন খুব কঠিন।