চারুকলায় ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৭:৩০ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২২, ০৭:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক ও বর্তমান চারুশিল্পীদের ‘বহে কাল নিরবধি’ শীর্ষক পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
আরও পড়ুন: ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি
ঢাবি উপাচার্য বলেন, শিল্পীরা সবসময় সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। মানুষের রুচি তৈরি করতে এবং সুন্দর সমাজ গঠনে শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। একটি গঠনমূলক এবং সৃজনশীল সমাজ প্রতিষ্ঠায় শিল্পীরা নিরলস কর্মী।
প্রদর্শনীতে ৩৫ জন শিল্পীর ৩৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।