কর্মী সংগ্রহ নিয়ে চবি ছাত্রলীগে দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগে যোগদানের জন্য কর্মী সংগ্রহ করা নিয়ে ‘বিজয়’ ও ‘সিএফসি’ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দ্বন্দ্বে জড়ানো দুই গ্রুপই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুই গ্রুপের নেতাদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, এ ধাপে উত্তেজনার শুরু রোববার সকালে। এদিন কর্মী সংগ্রহকে কেন্দ্র করে আইন অনুষদে বিজয় গ্রুপের কর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের কর্মীদের ধাক্কাধাক্কি হয়। এর জেরে বিকেলে সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে বিজয়ের কর্মীরা। রাতে আবার বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি কর্মীরা।
পরে এই ঘটনার জেরে সোমবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় সিএফসি গ্রুপের বিক্রম নামের এক কর্মীকে মারধর করে বিজয় গ্রুপের কর্মীরা। পরবর্তীতে দুপুরে বিজয় গ্রুপের কর্মী হাসান মাহমুদকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা।
আরও পড়ুন: মূল ফটকে তালা দিলেই ব্যবস্থা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এরপর থেকেই দুই গ্রুপের কর্মীরা ভিন্ন ভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে এসে জড়ো হতে থাকে। সিএফসি গ্রুপের শাহ আমানত হল এবং বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। উত্তেজনার খবরে বেলা ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সোহরাওয়ার্দী মোড়ে সতর্ক অবস্থান নেয়। পরে দুই গ্রুপের নেতাদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়।
বিজয় গ্রুপের নেতা দেলওয়ার হোসেন বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা দুপুরে বসে সমাধান করে দিয়েছি। এখন পরিস্থিতি শান্ত।
সিএফসি গ্রুপের নেতা সাদাফ খান বলেন, তারা আমাদের এক কর্মীকে মারধর করেছে। আমরা বিষয়টি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। সোমবার সকালে আবার আমাদের আরেক কর্মীকে মারধর করে। এ খবর শুনে আমদের ছেলেরা বের হইছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা না হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, গত দুই দিনের ঘটনায় যারা জড়িত এবং যাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি তদন্ত কমিটি করা হচ্ছে। তদন্ত কমিটি যাদের দোষী সাব্যস্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।